পিরোজপুরে জিপিএ-৫ পেয়েছে ৯৩ শিক্ষার্থী


প্রকাশিত: ০১:০২ পিএম, ৩০ মে ২০১৫

বরিশাল বোর্ডে এবারের এসএসসিতে পিরোজপুর ও নাজিরপুর থেকে মোট ৯৩জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে জেলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে ৩৮জন। এদিকে পাস করেছে ১৩৪জন এবং অকৃতকার্য হয়েছে ১জন।

এদিকে, জেলা সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে ৪০জন এবং পাস করেছে ১৫১ জন। এছাড়া এ স্কুল থেকে অকৃতকার্য হয়েছে ১২জন। এছাড়া নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে মোট ১৫জন। এ স্কুল থেকে পাস করেছে শতভাগ পরীক্ষার্থী।

হাসান মামুন/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।