ভৈরবে ট্রেনের ধাক্কায় বাসের ৩৫ যাত্রী আহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ১০:০৭ এএম, ০৪ আগস্ট ২০১৭
ফাইল ছবি

কিশোরগঞ্জের ভৈরবে রেলক্রসিং পার হওয়ার সময় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কায় অন্তত ৩৫ জন আহত হয়েছেন। শুক্রবার দুপুর ২টার দিকে উপজেলার শম্ভুপুর রেল গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ভৈরব রেলওয়ে সূত্র জানায়, ময়মনসিংহ থেকে লোকাল ট্রেনটি ভৈরব যাচ্ছিল। পথে শম্ভুপুর রেল গেইট এলাকায় ঢাকা-তারাইলগামী একটি বাস রেলক্রসিং পার হওয়ার সময় রেল লাইনে আটকা পড়ে। এ সময় ট্রেনের ধাক্কায় বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে বাসটির অন্তত ৩৫ যাত্রী আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

ভৈরব রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

নূর মোহাম্মদ/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।