আড়িয়াল খাঁ নদীতে ডুবে দুই কলেজছাত্রের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নরসিংদী
প্রকাশিত: ১২:৩৮ পিএম, ০৪ আগস্ট ২০১৭

নরিসংদীর বেলাবো উপজেলায় নদীতে ডুবে দুই কলেজছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার বেলাবো গাংকুল পাড়া সংলগ্ন আড়িয়াল খাঁ নদীতে এ ঘটনা ঘটে।

নিহত আলমগীর হোসেন (২২) আমলাব ইউনিয়নের কান্দুয়া গ্রামের আবু তালেব মিয়ার ছেলে। বেলাবো হোসেন আলী কলেজের ডিগ্রির ছাত্র ছিলেন তিনি। অপর ছাত্র নাহিদ (২১) বেলাবো ইন্দার পাড়া গ্রামের রমিজ মিয়ার ছেলে। তিনি শিবপুর শহীদ আসাদ কলেজের ডিগ্রি শেষ বর্সের ছাত্র ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আলমগীরের ৫ বন্ধু বাড়ির অদূরে আড়িয়াল খাঁ নদীতে সাতার কাটতে যায়। বন্ধুরা নদীর এপার থেকে ওপারে যাচ্ছিল।

Narsingdi

এরই মধ্যে ৩ বন্ধু নদীর ওপারে ফিরলেও আলমগীর ও নাহিদ নদীতে তলিয়ে যায়। খুঁজাখুঁজি করে তাদের না পেয়ে স্থানয়ীরা দমকল বাহিনীর সদস্যদের খবর দেয়।

পরে স্থানীয়য়েদর সহায়তায় দমকল বাহিনীর সদস্যরা আলমগীরের মরদেহ উদ্ধার করে। তখনও নিখোঁজ নাহিদকে উদ্ধার করতে পারেনি তারা। বিকেলে ৫টার দিকে নিখোঁজ কলেজছাত্র নাহিদের মরদেহ ভেসে উঠে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে।

ঘটনার পরপরই বেলাবো উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা ও বেলাব থানা পুলিশের ওসি বদরুল আলম খান ঘটনাস্থল পরিদর্শন করেন।

সঞ্জিত সাহা/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।