মরদেহ উদ্ধার না করে ভাসিয়ে দিল পুলিশ!

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ১২:৪৬ পিএম, ০৪ আগস্ট ২০১৭

নওগাঁর আত্রাই নদীতে ভেসে আসা অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার না করে উল্টো ওই মরদেহ চলন বিলে ভাসিয়ে দেয়া হয়েছে বলে পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

মরদেহের ময়নাতদন্ত, দাফন, আনুষঙ্গিক খরচসহ ঝামেলার হাত থেকে রক্ষা পেতে মরদেহ নদীর স্রোতে ভাসিয়ে দেয়া হয় বলে জানিয়েছে স্থানীয়রা।

গতকাল বৃহস্পতিবার বিকেলে আত্রাই থানার পাশে দিয়ে বয়ে যাওয়া আত্রাই নদীতে এ দৃশ্যের অবতারণা হওয়ার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আত্রাই উপজেলার শাহাগোলা ইউনিয়নের মিরাপুর নামক স্থানে আত্রাই নদীতে দুপুরের দিকে ওই অজ্ঞাত ব্যক্তির মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী।

শুটকিগাছা রাবার ড্যামে মরদেহটি আটকে ছিল। এরপর স্থানীয় ইউপি চেয়ারম্যান থানায় সংবাদ দিলে ঘটনাস্থালে পুলিশ আসলেও মরদেহ উদ্ধার না করে চলে যায়। পরে স্রোতের কারণে মরদেহটি আবারও নদীতে ভাসতে ভাসতে থানার পাশে সাহেবগঞ্জ এলাকায় ঘাসের সঙ্গে আটকে যায়।

এ সময় মরদেহটি দেখতে শতশত লোক নদীর পাড়ে ভিড় করেন। অজ্ঞাত মরদেহটি নদীতে ভাসতে থাকায় এর ছবি এলাকাবাসী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়।

এরপর স্থানীয় এলাকাবাসী আবারও থানায় সংবাদ দেয়। কিন্তু মরদেহটি উদ্ধার না করে বৃহস্পতিবার বিকেলে থানা পুলিশের নির্দেশে স্থানীয় আব্দুল লতিফ বাঁশ দিয়ে মরদেহটি নদীর স্রোতে ভাসিয়ে দেন।

জানতে চাইলে আব্দুল লতিফ জানান, ময়নাতদন্ত, দাফন, খরচ ও ঝামেলার হাত থেকে বাঁচতে থানা পুলিশ মরদেহটি উদ্ধার করতে দেয়নি। ফলে বাঁশ দিয়ে নদীতে ভাসিয়ে দেয়া হয়। পানিতে ভাসতে ভাসতে চলন বিল এলাকায় চলে গেছে মরদেহটি।

উপজেলার শাহাগোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম বলেন, ঘটনাটি জানার পর দ্রুত থানায় সংবাদ দেয়া হয়। নদীর পানিতে ওই মরদেহটি প্রায় তিন ঘণ্টা ভাসলেও উদ্ধার করেনি পুলিশ।

এ বিষয়ে আত্রাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুদ্দোজ্জার মোবাইল ফোনে শুক্রবার বিকেলে একাধিবার যোগাযোগ করা হলেও ফোন রিসিভ না করায় কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে, পুলিশ সুপার ইকবাল হোসেন ছুটিতে থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি। তবে দায়িত্বরত অতিরিক্তি পুলিশ সুপার মোহাম্মদ রাশিদুল হক বলেন, এটা হওয়ার কথা ছিল না। তবে বিষয়টি খোঁজ নিয়ে দেখব।

আব্বাস আলী/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।