হবিগঞ্জে ছাত্রলীগের দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ০৩:৪৯ পিএম, ০৪ আগস্ট ২০১৭

হবিগঞ্জে ছাত্রলীগের জেলা কমিটিতে পদবঞ্চিত হওয়ার জের ধরে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

শুক্রবার সন্ধ্যায় দুই দফায় তাদের মাঝে এ পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। উভয়পক্ষ একে অপরের উপর ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

জেলা ছাত্রলীগ সভাপতি ডা. ইশতিয়াক রাজ চৌধুরী রাজ বলেন, মো. মহসিন নামে এক কর্মীকে কমিটিতে না রাখায় ক্ষুব্ধ হয়েছেন তিনি। শুক্রবার দুপুরে তিনি আমার সঙ্গে বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়েন। বিষয়টি জানাজানি হলে ছাত্রলীগ নেতাকর্মীরা বিক্ষুব্ধ হন। এর জের ধরেই মূলত ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

এ বিষয়ে এক পক্ষের নেতৃত্বে থাকা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো. সাইদুর রহমান জানান, তিনি বিষয়টি জেনেছেন। কিন্তু কোনো পক্ষেই তার অবস্থান ছিল না।

তিনি বলেন, মহসিন সাবেক জেলা কমিটিতে সদস্য ছিলেন। কিন্তু তাকে বর্তমান কমিটিতে কোনো পদেই রাখা হয়নি। এ নিয়ে তিনি ক্ষুব্ধ হয়েছেন। সভাপতির সঙ্গে ঝগড়ায় জড়িয়েছেন। এর জের ধরেই উভয়পক্ষ ধাওয়া-পাল্টা ধাওয়ায় জড়িয়েছেন।

তার বিরুদ্ধে অপর পক্ষের স্লোগানের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, মহসিন আমার সঙ্গে রাজনীতি করছেন। সে হিসেবে তারা ধরেই নিতে পারে যে আমি হয়তো তার পক্ষে আছি।

দলীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় ছাত্রলীঘ। ২১১ সদস্য বিশিষ্ট এ কমিটি গত ৩০ জুলাই অনুমোদন দেয়া হয়।

কমিটিতে কয়েকজন নেতাকর্মী পদবঞ্চিত হয়েছেন। শুক্রবার তাদের একজন মো. মহসিন তিনকোণা পুকুর পাড় এলকায় জেলা ছাত্রলীগ সভাপতি ডা. ইশতিয়াক রাজ চৌধুরী রাজকে তাকে কমিটিতে রাখা হয়নি কেন জিজ্ঞেস করেন। তাকে কমিটিতে রাখার কোনো সুযোগ ছিল না বলে জানান রাজ।

এ নিয়ে তাদের মাঝে বাক-বিতণ্ডা হয়। এর জের ধরে উভয়ের পক্ষ নিয়ে ছাত্রলীগ নেতাকর্মীরা বিভক্ত হয়ে পড়েন। এর মাঝে মহসিনের পক্ষের নেতাকর্মীদের পক্ষে অবস্থান নেন জেলা ছাত্রলীগ সহ-সভাপতি মো. সাইদুর রহমান।

উভয় পক্ষ সন্ধ্যায় দলীয় কার্যালয়ের সামনে প্রথমে ধাওয়া-পাল্টা ধাওয়ায় জড়িয়ে পড়েন। দ্বিতীয় দফায় তারা ফের তিনকোণা পুকুর পাড় এলাকায় ধাওয়া-পাল্টা ধাওয়ায় জড়ান। এ সময় একপক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে স্লোগান দেয়। উভয় পক্ষের ইটপাটকেল নিক্ষেপে শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।