প্রেমে বাধা দেয়ায় যুবকের আত্মহত্যা
মাদারীপুরের কালকিনিতে প্রেমে বাধা দেয়ায় পারভেজ সেরেনিয়াবাদ (২১) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার বেলা ১১টার দিকে উপজেলার সাহেবরামপুর এলাকার একটি মোটরসাইকেল গ্যারেজ থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত পারভেজ গৌরনদী উপজেলার সুন্দরী গ্রামের অলিল সেরেনিয়াবাদের ছেলে ।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জনা গেছে, উপজেলার সাহেবরামপুর এলাকার ভাইভাই মোটরসাইকেল গ্যারেজে পারভেজ সেরেনিয়াবাদ দীর্ঘদিন ধরে শ্রমিক হিসেবে কাজ করতেন। তিনি গৌরনদী উপজেলার অবনি নামে এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। কিন্তু তাকে তার পরিবার এই প্রেমে বাধা দিলে তিনি অভিমান করে গ্যারেজের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরে কালকিনি থানা পুলিশ খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরণ করেছে।
নিহতের চাচা সেলিম সেরেনিয়াবাদ বলেন, পারভেজ ওই তরুণীকে নিয়ে একবার পালিয়ে গিয়েছিল। এ ঘটনা নিয়ে সে আত্মহত্যা করেছে।
এ ব্যাপারে কালকিনি থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. জসিমউদ্দিন বলেন, ওই যুবক প্রেমঘটিত বিষয় নিয়ে আত্মহত্যা করেছে। তার মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।
এ কে এম নাসিরুল হক/আরএআর/এমএস