যশোর বোর্ডে প্রথম হয়েছে ঝিনাইদহ ক্যাডেট কলেজ


প্রকাশিত: ০৫:৪৬ পিএম, ৩০ মে ২০১৫

ঝিনাইদহ ক্যাডেট কলেজ এসএসসি পরীক্ষা ২০১৫ এর যশোর বোর্ডে প্রথম স্থান অধিকার করেছে। তাদের পাশের হার শতভাগ। মোট ৪৬ জন পরীক্ষার্থীর মধ্যে সবাই জিপিএ ৫ পেয়ে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে বোর্ড সেরা হয়েছে।


ঝিনাইদহ ক্যাডেট কলেজের জিপিএ-৫ প্রাপ্ত পরীক্ষার্থীরা হলো- সোয়াদ, হাসান, সাফওয়ান, অপু, কাফি, নুহাশ, রিয়াসাত, আদনান, আমিন, সুদিপ্ত, তানভীর, আফিফ, সোহান, রবিন, ফারহান, সামিউল, রনি, জিসান, সালাউদ্দিন, নাজমুল, সাজিদ, ফারদিন, শুভ, শাহেদ, সেলিম, নাফিস, কামরুল, আলম, জোবায়ের, নাহিদ, আসিফ, রাকিবুল, তামজিদ, দুর্জয়, বুলবুল, রাকিন, ইফতেখার, রাফাত, মুমিত, মাসরুর, জাবির, তৌহিদ, পরশ, আলী, সাদিক ও রাইম।


অন্যদিকে ঝিনাইদহ সরকারি উচ্চ বিদ্যালয় শতভাগ পাশের সফলতাসহ যশোর বোর্ডে ১৭ তম স্থান অধিকার করেছে। ঝিনাইদহ ক্যাডেট কলেজের অ্যাডজুটেন্ট মেজর ফয়সাল আবেদী হাসান জানান, ঝিনাইদহ ঝিনাইদহ ক্যাডেট কলেজের ৪৬ জন ছাত্র বিজ্ঞান বিভাগ থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে। তারা সবাই জিপি-এ ৫ পেয়েছে। ফলে সার্বিক ফলাফলে কলেজটি এবার যশোর বোর্ড সেরা হয়েছে।


ক্যাডেট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আতিকুর রহমান জানান, শিক্ষার্থীদের এই ফলাফলের জন্য শিক্ষক ও অভিভাবকদের অবদান সবচেয়ে বেশি। শিক্ষকরা শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস নিয়েছেন এবং তাদেরকে গাইড করেছেন। এছাড়া শিক্ষার্থীদের মনযোগ দিয়ে লেখা পড়া করার কারণেই এ ফলাফল অর্জন করা সম্ভব হয়েছে।

আরাফাতুজ্জামান/আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।