তাহিরপুর সীমান্তের বিসিআইসি লেকে পর্যটক নিখোঁজ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ০২:১৯ পিএম, ০৫ আগস্ট ২০১৭

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টেকেরঘাট সীমান্তে ওয়াহিদ ফলিন (২৮) নামে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। শনিবার দুপুর দেড়টার দিকে মেঘালয় সীমান্ত ঘেঁষা বাংলাদেশ রাসায়নিক শিল্প কর্পোরেশনের (বিসিআইসি) পরিত্যক্ত লেক থেকে ওই পর্যটক নিখোঁজ হন।

নিখোঁজ ওয়াহিদ ফলিন কুমিল্লা জেলার মুরাদনগর থানাধীন লাজোড় এলাকার মোস্তফা কামালের ছেলে। তবে তিনি বসুন্ধরা গ্রুপে কর্মরত থাকায় ঢাকা মহানগরীর মিরপুর-১০ এলাকায় বসবাস করেন।

ঘটনাস্থলে থাকা সুনামগঞ্জ জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাকিল আহমদ জাগো নিউজকে জানান, ঢাকা থেকে আসা ওয়াহিদসহ পাঁচজন পর্যটক বিসিআইসির লেকে গোসল করতে নামেন। অন্যরা গোসল সেরে ডাঙায় উঠলেও ওয়াহিদ নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধারে অভিযান চালানো হচ্ছে।

রাজু আহমেদ রমজান/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।