পাথর উত্তোলনের দায়ে ২ ব্যবসায়ীর কারাদণ্ড


প্রকাশিত: ১২:৫১ পিএম, ৩১ মে ২০১৫

পাহাড় কেটে পাথর উত্তোলনের দায়ে শেরপুরের নালিতাবাড়ীতে দুই ব্যবসায়ীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রোববার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু সাইদ মোল্লা এ সাজা প্রদান করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন, নালিতাবাড়ীর পশ্চিম সমেশ্চুড়া গ্রামের হযরত আলী (৪৫) ও পূর্ব সমেশ্চুড়া গ্রামের সাইদুর রহমান (৩৫)।

নালিতাবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফসিহুর রহমান জানান, দীর্ঘ দিন ধরে দণ্ডপ্রাপ্ত দুই ব্যক্তিসহ কয়েকজন অবৈধ পাথর ব্যবসায়ী সমেশ্চুড়া এলাকায় পাহাড় কেটে পাথর উত্তোলন করে। আর এরই প্রেক্ষিতে শনিবার রাতে অভিযান চালিয়ে হযরত আলী ও সাইদুর রহমানকে বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এরপর রোববার দুপুরে নালিতাবাড়ী উপজেলার নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির করা হলে দণ্ডপ্রাপ্তরা নিজের দোষ স্বীকার করে। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ১৫ ধারায় উভয়কে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

এ ব্যাপরে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবু সাইদ মোল্লা বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, দণ্ডপ্রাপ্তদের বিকেলে শেরপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

হাকিম বাবুল/এআরএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।