মাগুরায় বেতন ভাতার দাবিতে মানববন্ধন


প্রকাশিত: ০৭:২১ এএম, ০১ জুন ২০১৫

৫ মাসের বকেয়া বেতন ভাতার দাবিতে মাগুরা পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা সমাবেশ ও মানববন্ধন করেছে। সোমবার দুপুরে পৌর ভবনের সামনে মাগুরা পৌরসভা কর্মচারী ইউনিয়ন এ কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধন শেষে পৌর ভবনের সামনের রাস্তায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আব্দুল হান্নানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের খুলনা বিভাগীয় সভাপতি রঞ্জন কান্তি গুহ, খুলনা বিভাগীয় কার্য নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান (সাতক্ষীরা), মোছা. সাজেদা (জীবননগর পৌরসভা), উপদেষ্টা মো. শহিদুল ইসলাম, মো. তবিবুর রহমান, মো. শহিদুল ইসলাম, মিন্টু মোল্যা, আলমগীর হোসেন, মাসুম বিল্লাহ, আজিফা ইয়াসমীন প্রমুখ।

সমাবেশে বক্তরা অবিলম্বে তাদের বকেয়া ৫ মাসের বেতন প্ররিশোধের দাবি জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। অন্যথায় তারা কর্মবিরতিসহ মাগুরা পৌরসভাকে অচল করে দেয়ার মতো কঠোর কর্মসূচি ঘোষণা করবে বলে হুশিয়ারী দেন।

মানববন্ধনে মাগুরা পৌরসভার সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীরাসহ খুলনা বিভাগের ৩৬টি পৌরসভার নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

মো. আরাফাত হোসেন/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।