বান্দরবানে সড়ক দুর্ঘটনায় নিহত ১


প্রকাশিত: ০৭:৩৪ এএম, ০১ জুন ২০১৫

বান্দরবানে নাইক্ষ্যংছড়িতে যাত্রীবাহী চাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে কুলসুমা আক্তার (৭০) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৪ জন। সোমবার সকাল সাড়ে ৯ টায় উপজেলার বাইশারিতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কুলসুমা আক্তার বাইশারি ইউনিয়নের রাঙাঝিড়ি ২নং ওয়ার্ডের বাসিন্দা।

আহতরা হলেন, মো. হোসেন (৪০), নুরুল হাকিম (৮), লিলি বিবি (৪৫) এবং আইয়ুব আলী (৪০)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নাইক্ষ্যংছড়ি বাইশারি ইউনিয়নে রাঙাঝিড়ির লম্বাশিয়া এলাকায় যাত্রীবাহী চাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই কুলসুমা আক্তার নিহত হন এবং ৪ যাত্রী আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করান।

নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সৈকত দাশ/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।