শেরপুরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি গ্রেফতার


প্রকাশিত: ১১:০৮ এএম, ০১ জুন ২০১৫

শেরপুরের নকলায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ মামলার আসামি মুর্তুজ আলীকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকাল ৮টার দিকে শেরপুরের থানা মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। মুর্তুজ আলী নকলা উপজেলার বালিয়াদী গ্রামের মৃত বাছির ফকিরের ছেলে।

এদিকে, গ্রেফতারের পর আসামি মুর্তুজ আলী অসুস্থ হয়ে পড়ায় তাকে শেরপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে পুলিশ পাহারায় তার চিকিৎসা চলছে। সুস্থ হওয়ার পরই তাকে আদালতে সোপর্দ করা হবে বলে পুলিশ জানিয়েছে।

শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মহিবুল ইসলাম খান জাগো নিউজকে জানান, গত ২৪ মে ওই স্কুলছাত্রীকে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে প্রতিবেশী মুর্তুজ আলী ওই গ্রামের ঈদগাহ মাঠের দক্ষিণে ক্ষেতের আইলে নিয়ে ধর্ষণ করে। ধর্ষণের পর স্কুলছাত্রীকে একথা কাউকে না বলার জন্য হুমকি দিয়ে মুর্তুজ আলী পালিয়ে যায়।

এদিকে, ওইদিন রাতেই ওই স্কুলছাত্রী অসুস্থ হয়ে পড়লে সে তার মাকে ধর্ষণের কথা জানায়। ধর্ষিতার শারীরিক অবস্থার অবনতি ঘটলে প্রথমে তাকে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে শেরপুর জেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে ওই স্কুলছাত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিসাধীন রয়েছে।  

নকলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জাগো নিউজকে বলেন, এ ব্যাপারে ওই স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে নকলা থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার পর থেকেই মুর্তুজ আলীকে খোঁজা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোমবার শেরপুর টাউনের থানা মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।  

হাকিম বাবুল/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।