বিয়ের দাওয়াত খেয়ে ফেরার পথে নৌকাডুবি, নিখোঁজ ৪

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ০৩:৩৩ পিএম, ১০ আগস্ট ২০১৭

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় নৌকাডুবিতে চারজন নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে উপজেলার শনির হাওরে ধাওয়া বিলে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ বক্তিরা হচ্ছে- তাহিরপুর উপজেলার চিকসা গ্রামের মৃত রজব আলীর ছেলে হারুন (৪৮), বিশ্বম্ভরপুর উপজেলার শান্তিপুর গ্রামের সোনা মিয়ার কন্যা শাজনা বেগম (৬) একই গ্রামের বড় সোনা মিয়ার কন্যা জুমা বেগম (৮) ও পার্শ্ববর্তী বাগুয়া গ্রামের মেহের জামালের কন্যা তানহা বেগম (১২)।

তাহিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্রী নন্দন কান্তি ধর জানান, তাহিরপুর উপজেলার দক্ষিণকূল গ্রামের শফিকুল ইসলামের বাড়ি থেকে বিয়ের দাওয়াত খেয়ে বিশ্বাম্ভরপুর উপজেলার শান্তিপুরে যাওয়ার পথে ঝড়ো হাওয়ার কবলে পড়ে নৌকাটি ডুবে যায়।

নৌকাতে প্রায় ৪০ জন যাত্রী ছিল। এ সময় নৌকার অন্যান্য যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও চারজন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের উদ্ধারে সিলেট থেকে ডুবুরি দল আনা হচ্ছে বলেও জানান ওসি।

রাজু আহমেদ রমজান/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।