টানা বৃষ্টিতে রাঙ্গামাটিতে ফের পাহাড়ধসের শঙ্কা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাঙ্গামাটি
প্রকাশিত: ০৩:৫৫ পিএম, ১১ আগস্ট ২০১৭
ফাইল ছবি

রাঙ্গামাটিতে টানা বৃষ্টিতে ফের পাহাড়ধসের আশঙ্কা দেখা দিয়েছে। শুক্রবার সকাল থেকে এ জেলায় হালকা ও মাঝারি বৃষ্টিপাত শুরু হয়েছে। এতে জনমনে বিরাজ করছে চরম আতঙ্ক।

প্রশাসন থেকে সতর্কবার্তা জারি করে পাহাড়ের পাদদেশে ও ঝুঁকিপূর্ণ এলাকায় বসাবাসকারী লোকজনকে দ্রুত আশ্রয় কেন্দ্র বা যে কোনো নিরাপদে সরে যেতে বলা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, টানা বৃষ্টিতে জেলা সদরের ভেদভেদী, শিমুলতলী, মানিকছড়ি, ধেপ্পোছড়ি, সাপছড়ি, শালবনসহ বিভিন্ন জায়গায় নতুন করে পাহাড় ধসের আশঙ্কা তৈরি হচ্ছে। ভারি বৃষ্টিতে যে কোনো মুহূর্তে ভূমিধসের আশঙ্কাও করা হচ্ছে।

জেলা প্রশাসক মো. মানজারুল মান্নান বলেন, টানা বৃষ্টিতে আবহাওয়া প্রতিকূলতার কারণে বিভিন্ন জায়গায় আবারও পাহাড় ধসের আশঙ্কা দেখা দিয়েছে। ভারি বৃষ্টিতে আবারও যে কোনো মুহূর্তে বিপর্যয় দেখা দিতে পারে। তাই শহরসহ ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের মধ্যে সতর্কবার্তা জারি করে তাদেরকে দ্রুত নিরাপদে সরে যেতে বলা হচ্ছে।

তিনি আরও বলেন, যারা আশ্রয় কেন্দ্র ছেড়ে ঝুঁকিপূর্ণ ভিটেবাড়ি গিয়ে অবস্থান নিয়েছে তাদেরকেও দ্রুত কেন্দ্রে ফিরতে বলা হচ্ছে। এ মুহূর্তে কাউকে বিধ্বস্ত, ক্ষতিগ্রস্ত বা ঝুঁকিপূর্ণ ভিটায় যেতে দেয়া হচ্ছে না। এ জন্য নিষেধাজ্ঞা জারি আছে। আবারও কোনো বিপর্যয় ঘটলে তখন সেই দায়ভার কে নেবে? তাই ঝুঁকিপূর্ণ এলাকা ছাড়তে বসবাসকারীদেরকে সতর্ক করা হচ্ছে।

সুশীল প্রসাদ চাকমা/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।