পিরোজপুরে বেইলি সেতু ভেঙে আট রুটের যোগাযোগ বন্ধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পিরোজপুর
প্রকাশিত: ০৭:২২ এএম, ১২ আগস্ট ২০১৭

পিরোজপুর-পাথরঘাটা ভায়া মঠবাড়িয়া সড়কে ভান্ডারিয়া উপজেলার মাদার্শী বাজার সংলগ্ন বামনের খালের বেইলি সেতুটি পাথর বোঝাই দুটি ট্রাকসহ খালে ভেতর ভেঙে পড়েছে। শুক্রবার রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। ব্রিজ ভেঙে পড়ায় শনিবার ভোর থেকে রাজধানীসহ মৎস্য বন্দর পাথরঘাটা, আলীপুর ,বরগুনা ও মঠবাড়িয়াসহ আট রুটের যোগাযোগ বন্ধ রয়েছে।

জানা গেছে, ট্রাক দুটি পাথর নিয়ে মঠবাড়িয়ার দিকে যাচ্ছিল। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ট্রাক দুটিতে ড্রাইভার ও হেলপার ছাড়া অন্য কেউ ছিল না। তারা ট্রাক ফেলে পালিয়েছে।

জেলা সওজের নির্বাহী প্রকৌশলী মো. নজরুল ইসলাম জানান, ব্রিজটি ঝুঁকিপূর্ণ হওয়ায় পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগের নিবার্হী প্রকৌশলী সম্প্রতি ৫ মেট্রিক টনের অধিক মালামাল বহনে নিষেধাজ্ঞা জারি করে ব্রিজের দুই পাড়ে সাইনবোর্ড দিয়েছে। এ বিধি অমান্য করে অতিরিক্ত মালামাল বোঝাই ট্রাকসহ ভারি যানবাহন চলাচল করে।

হাসান মামুন/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।