হবিগঞ্জের খোয়াই নদীতে পানি কমছে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ১২:৩৯ পিএম, ১৩ আগস্ট ২০১৭

হবিগঞ্জে খোয়াই নদীর পানি কমছে। তবে এখনও শহরের মাছুলিয়া পয়েন্টে বিপদসীমার ৩০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ২/৩ ঘণ্টার মধ্যে পানি বিপদসীমার নিচে নেমে যেতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. তাওহীদুল ইসলাম জানান, খোয়াই নদীর উৎপত্তিস্থল ভারতে এবং বাংলাদেশে শুক্রবার থেকে ভারি বর্ষণ হওয়ায় নদীর পানি বৃদ্ধি পায়।

রোববার দুপুর ১২টায় শহরের মাছুলিয়া পয়েন্টে নদীর পানি বিপদসীমার ৩০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। আর নদীর বাংলাদেশে প্রবেশমুখ চুনারুঘাট উপজেলার বাল্লা সীমান্তে পানি বিপদসীমার ৫০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল।

উল্লেখ্য, খোয়াই নদীর পানি গত ১৮ জুন আশঙ্কাজনভাবে বৃদ্ধি পেতে থাকে। ১৯ জুন রাতে নদীর পানি বিপদসীমার ২৮০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। এসময় নদীর শহর প্রতিরক্ষা বাঁধ ভাঙনের গুজব ছড়িয়ে পড়লে আতঙ্কিত হয়ে উঠেন শহরবাসী। এবারও নদীর বাঁধ ভাঙনের আশঙ্কায় শহরবাসীর মাঝে আতঙ্ক দেখা দেয়।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।