কিবরিয়া হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে
সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলা বিচারের জন্য সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে। মঙ্গলবার হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিশাত সুলতানা এ নির্দেশ দেন।
চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জেএম শাখার মাধ্যমে তা দ্রুত বিচার আদালতে পাঠানোর জন্য বলা হয়। হবিগঞ্জের আদালতে আইনী প্রক্রিয়া শেষ হলে মামলাটি বিচারের জন্য প্রস্তত হয়। এখন সিলেট দ্রুত বিচার আদালতে মামলাটির বিচার সম্পন্ন হবে। ফলে সেখানেই আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন হবে।
উল্লেখ্য, ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজারে গ্রেনেড হামলায় নিহত হন শাহ এএমএস কিবরিয়াসহ ৫ জন। এ ঘটনায় হত্যা এবং বিস্ফোরক আইনে দু’টি মামলা দায়ের করা হয়। হত্যা মামলায় গত বছরের ১৩ নভেম্বর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জের পৌর মেয়র জিকে গউছসহ ৩৫ জনের বিরুদ্ধে চার্জশিট দেন তদন্ত কর্মকর্তা। মামলাটি বিচার প্রক্রিয়া শুরু হলেও বিস্ফোরক মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/এসএস/আরআই