সিলেটে ৭ শিবির নেতাকর্মী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক সিলেট
প্রকাশিত: ১০:২৯ এএম, ১৪ আগস্ট ২০১৭

সিলেট নগরের সোবহানীঘাটে ছাত্রলীগ নেতা শাহীন আহমদ ও আবুল কালাম আসিফের ওপর হামলার ঘটনায় সাত ছাত্রশিবির নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতভর অভিযান চালিয়ে মহানগরের শাহপরাণ থানার বিভিন্ন এলাকার মেস থেকে তাদের গ্রেফতার করা হয়।

সোমবার বিকেল ৩টার দিকে মহানগর পুলিশের কোতোয়ালি থানা কম্পাউন্ডে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান থানার সহকারী কমিশনার (এসি) সাদেক কাউসার দস্তগীর।

গ্রেফতাররা হলেন- ফয়সল আহমদ (২৮), তোফায়েল আহমদ (২৪), সেলিম উদ্দিন (২২), রেজাউল করিম (২২), এমদাদ হোসেন (২১), কামিল আহমদ (২০) ও তারেক আহমদ (২২)।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গ্রেফতারদের মধ্যে ফয়সল আহমদ সিলেট সরকারি কলেজ ছাত্রশিবিরের সেক্রেটারি, তোফায়েল আহমদ ছাত্রশিবিরের সাথী ও সেলিম উদ্দিন ছাত্রশিবিরের কর্মী। বাকি ৪ জনও ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। এছাড়া গ্রেফতারদের মধ্যে একজন ওই হামলায় সরাসরি অংশ নেন বলে জানিয়েছে পুলিশ।

ছামির মাহমুদ/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।