ঠাকুরগাঁওয়ে হিজড়াদের অফিসে হামলা, অনুদানের টাকা লুট

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও
প্রকাশিত: ১১:১৪ এএম, ১৪ আগস্ট ২০১৭

ঠাকুরগাঁও শহরের বসিরপাড়ায় প্রচেষ্টা হিজড়া উন্নয়ন সংস্থার অফিসে দুর্বৃত্তরা হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেছে। এসময় ৫ জন হিজড়া আহত হয়েছেন। গতকাল রোববার রাতে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, প্রচেষ্টা হিজড়া উন্নয়ন সংস্থার সভাপতি রুবেল (৩০), সাধারণ সম্পাদক ঝর্ণা (৪০), বাবলী (২৩) সাথী (২২) ও নাহিদ (২৫)। এদের মধ্যে সংগঠনের সভাপতি রুবেলের অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও শহরের বসিরপাড়ায় মহল্লায় প্রচেষ্টা হিজড়া উন্নয়ন সংস্থা নামে একটি সংগঠন গড়ে তোলে হিজড়ারা। রোববার সন্ধ্যায় অফিসের সামনে বেশ কয়েকজন দুবৃর্ত্ত হঠাৎ এসে অফিসে থাকা হিজড়াদের উপর হামলা চালায় ও অফিসে আসবাবপত্র ভাঙচুর করে। এ সময় ৫ জন হিজড়া গুরুতর আহত।

দুবৃর্ত্তরা সমাজসেবা অফিস থেকে সংগঠনের নামে অনুদান পাওয়া হিজড়াদের কাছ থেকে প্রায় আড়াই লাখ টাকা, ২টি সোনার চেইন, ২ টি নুপুর ও অফিসে থাকা কাপড় চোপড়ও লুট করে নিয়ে গেছে বলে আহত হিজড়ারা জানিয়েছেন।

পরে স্থানীয় লোকজন থানায় অবগত করলে আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে পুলিশ।

প্রচেষ্টা হিজড়া উন্নয়ন সংস্থার সভাপতি রুবেল জানান, আমরা গতকাল সমাজসেবা অফিস থেকে সংগঠনের নামে ৩ লাখ টাকা অনুদান পেয়েছিলাম। সেই সূত্র ধরে দুর্বৃত্তরা অফিসে হামলা ও অর্থ লুট করেছে।

এ ঘটনায় ঠাকুরগাঁও থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়েছিল। আমরা এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

রিপন/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।