ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ৩

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৩:৫২ এএম, ১৮ আগস্ট ২০১৭

চট্টগ্রামে ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় তিন আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার গভীর রাতে আকবর শাহ থানার ইস্পাহানি ১ নম্বর রেল গেটের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কামরুল ইসলাম (২৭), নিজাম উদ্দিন (৩২) ও মো. রেজাউল (৩০)।

আকবর শাহ থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহজাহান জানান, ওই তিনজন একে খান গেটের দিক থেকে মোটরসাইকেল নিয়ে ফয়েস লেকের দিকে আসছিলেন। ইস্পাহানি রেল গেট অতিক্রম করে বাঁক নেওয়ার সময় তাদের মোটরসাইকেল চলন্ত একটি ট্রাকের পেছন সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই দুইজনের ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরেকজনের মৃত্যু হয়।

এফএ/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।