জামালপুরে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জামালপুর
প্রকাশিত: ০৪:২৮ এএম, ১৮ আগস্ট ২০১৭

জামালপুরের সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। গত ২৪ ঘণ্টায় বাহাদুরাবাদ পয়েন্টে যমুনার পানি ২২ সেন্টিমিটার কমে বিপদসীমার ১০২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

উজানে যমুনার পানি খানিকটা কমলেও ভাটিতে ব্রহ্মপুত্র, ঝিনাইসহ শাখা নদীগুলোর পানি বাড়ছে। এতে সরিষাবাড়ি, মেলান্দহ, বকশীগঞ্জ ও জামালপুর সদর উপজেলার নতুন নতুন এলাকায় ছড়িয়ে পড়ছে বন্যার পানি।

তারাকান্দি-ভূয়াপুর সড়ক বাঁধের ভাঙা অংশ দিয়ে প্রবল বেগে পানি ঢুকছে সরিষাবাড়িতে। পানি ওঠায় জেলার ৭ উপজেলায় সবমিলিয়ে বন্ধ রয়েছে ১ হাজার ৩০ শিক্ষা প্রতিষ্ঠান। কৃষি বিভাগের হিসাব মতে পানির নিচে তলিয়ে আছে ৪৫ হাজার হেক্টর ফসলি জমি।

এদিকে টানা বন্যায় পানিবন্দি মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। বিভিন্ন স্থানে আশ্রয় নেয়া মানুষগুলোর ঘরে খাবার নেই। তার উপর গো-খাদ্যের সঙ্কট তাদের অনেকটাই অসহায় করে তুলেছে। সরকারের পাশাপাশি বেসরকারি ত্রাণ তৎপরতা চললেও তা প্রয়োজনের তুলনায় একেবারেই কম বলে জানা গেছে।

জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক রাসেল সাবরিন জানিয়েছেন, ত্রাণের পাশাপাশি আজ থেকে আশ্রয় কেন্দ্রগুলোতে শুকনো রুটি ও গুড় বিতরণ শুরু হয়েছে। এ পর্যন্ত জেলায় ৬৫৫ মেট্রিক টন চাল ও ১৫ লাখ ২৫ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

শুভ্র মেহেদী/এফএ/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।