বন্যার পানিতে নিখোঁজ কৃষকের মরদেহ উদ্ধার
নওগাঁর রানীনগরে বন্যার পানিতে নিখোঁজের একদিন পর কৃষক অজিত চন্দ্রের (৫৫) মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী। শুক্রবার দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত অজিত রানীনগর উপজেলার কোনজ ঋষিপাড়া গ্রামের মৃত সশির ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আত্রাই নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় কনোজ গ্রামের একটি বেরিবাঁধ ভেঙে যায়। ভাঙার পাশ দিয়ে অজিত বৃহস্পতিবার রাতে বাড়িতে যাওয়ার পথে পা পিছলে স্রোতের পানিতে পড়ে যান। এতে স্রোতের কবলে পড়ে অজিত মারা যান। শুক্রবার দুপুরে এলাকাবাসী তার মরদেহ উদ্ধার করে।
রানীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতে বন্যার পানিতে অজিত নিখোঁজ হন। শুক্রবার দুপুরে মরদেহটি উদ্ধার করে এলাকাবাসী।
আব্বাস আলী/আরএআর/পিআর