বন্যার্তদের জন্য রুটি বানালেন জেলা প্রশাসকের স্ত্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জামালপুর
প্রকাশিত: ০৩:০২ এএম, ১৯ আগস্ট ২০১৭

জামালপুরে বন্যাদুর্গত মানুষের খাদ্য সঙ্কট নিরসনে জেলা প্রশাসনের উদ্যোগে রুটি তৈরি ও বিতরণ কাজ শুরু হয়েছে। এ সময় বন্যাদুর্গত মানুষের জন্য রুটি বানিয়েছেন জেলা প্রশাসকের স্ত্রী।

গতকাল শুক্রবার বিকেলে (১৮ জুলাই) সার্কিট হাউজে রুটি তৈরি কাজের উদ্বোধন করেন জামালপুর জেলা প্রশাসকের স্ত্রী ফারজানা কবীর।

রুটি তৈরি কাজ পরিদর্শন করতে এসে জেলা প্রশাসক আহমেদ কবীর উপস্থিত জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানিয়ে বলেন, বন্যাকবলিত এলাকার মানুষের ভাত বা খিচুড়ি রান্নার কোনো সুযোগ নেই। এভাবে প্রতিবেলায় তারা চিড়া খেতে পারছেন না, খুব কষ্ট হচ্ছে। মানুষের এই চরম সঙ্কট মুহূর্তে রুটি তৈরির কাজে অংশগ্রহণ প্রশংসার দাবি রাখে।

জামালপুরের সচ্ছল পরিবারগুলোকে আহ্বান জানিয়ে তিনি বলেন, সবাই যেন সকালের নাস্তায় ৫/১০ টি রুটি বেশি বানায় এবং স্থানীয় কাউন্সিলরদের মাধ্যমে তা সার্কিট হাউজে পৌঁছে দেয়।

রুটি তৈরির কাজে অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাসেল সাবরিন, নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ, জেলা প্রশাসনে কর্মরত কর্মকর্তা কর্মচারীগণ, সকল কর্মকর্তার সহধর্মিনী ও স্বজনরাও রুটি তৈরির কাজে অংশ নেন।

এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।