মুন্সিগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ
মুন্সিগঞ্জের সিরাজদিখানে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বুধবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বাসাইল ইউনিয়নের এ ঘটনা ঘটে।
গৃহবধূর পারিবাবিক সূত্রে জানা যায়, ওই গৃহবধূর স্বামীকে পূর্ব পরিকল্পনা অনুযায়ী পলাশপুর নিউ ঢাকা সিটি বিল্ডিং এর একটি রুমে আটকে রাখে পলাশপুর গ্রামের সামাদ মিয়ার ছেলে লিচু মিয়া এবং একই গ্রামের আরশাদ আলীর ছেলে তাজির আলী। পরে মঙ্গলবার রাত ১০টার দিকে তাজির আলী গৃহবধূর বাড়িতে গিয়ে গৃহবধূকে তার স্বামীর আটকে রাখার বিষয়টি জানায় এবং তার সাথে যেতে বলে। পরে গৃহবধূ তাজিরের সাথে বেড়িয়ে আসে। এদিকে পূর্ব পরিকল্পনা অনুযায়ী তাজির ও লিচু মিয়া গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ করে। এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।
সিরাজদিখান থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান বলেন, থানায় এখনও কেউ অভিযোগ নিয়ে আসেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেব।
এসএস/আরআইপি