ত্রাণমন্ত্রীর কাছে ত্রাণ নিতে গিয়ে ৪ নারী অজ্ঞান
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার হাত থেকে ত্রাণ নিতে গিয়ে প্রচণ্ড রোদে চার নারী জ্ঞান হারিয়ে অসুস্থ হয়ে পড়েছেন।
জামালপুরের মেলান্দহ উপজেলার উমির উদ্দীন উচ্চবিদ্যালয় মাঠে গতকাল শনিবার দুপুরে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্র নিশ্চিত করেছে।
অসুস্থ নারীরা হলেন- উপজেলার মেলান্দহ পৌরসভার বাসুদেব এলাকার মৃত নেহাজ উদ্দীনের স্ত্রী দৃষ্টি প্রতিবন্ধী সাহেরা বেওয়া (৫৩), পুরামানিকপাড়ার মাজেদা খাতুন (৪৩), নাংলা ইউনিয়নের কাউরাবাইদ গ্রামের মৃত আব্দুল গনির স্ত্রী নছিমন বেওয়া (১০৫) ও সালেহা (গ্রাম অজ্ঞাত) (৯৫)। এদের মধ্য তিনজনকে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ত্রাণ নিতে আসা বানভাসিরা জানায়, শনিবার বেলা আড়াইটায় মেলান্দহ উমির উদ্দীন উচ্চবিদ্যালয় মাঠে ত্রাণ বিতরণ করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
ত্রাণ নিতে আসা বানভাসি লোকজনকে প্রচণ্ড রোদের মধ্য সকাল ১০টা থেকে ওই স্কুল মাঠে লাইনে বসিয়ে রাখা হয়। চার ঘণ্টা ত্রাণের লাইনে বসে থাকা বানভাসিরা হাঁপিয়ে ওঠেন। এ সময় প্রচণ্ড রোদে চার নারী জ্ঞান হারিয়ে ফেলেন।
এদের মধ্যে ৩ নারীকে সরকারি অ্যাম্বুলেন্সে করে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্কুল মাঠে প্রাথমিক চিকিৎসায় জ্ঞান ফিরে আসে নছিমন বেওয়ার।
এ বিষয়ে জানতে চাইলে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী মেডিকেল অফিসার শাহিদা আক্তার লিনা জানান, এই স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজনকে ভর্তি করা হয়েছে। তাদের চিকিৎসা দেয়া হয়েছে।
এএম/জেআইএম