বান্ধবীকে চুমু দিয়ে কারাগারে যুবক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ১২:১৬ পিএম, ২০ আগস্ট ২০১৭

নওগাঁর মান্দা উপজেলায় প্রকাশ্যে জোরপূর্বক এক স্কুলছাত্রীকে চুমু খাওয়ায় মো. জাহিদ হাসান (১৮) নামে এক কলেজছাত্রকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

এ ঘটনায় শনিবার সন্ধ্যায় তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। দণ্ডপ্রাপ্ত জাহিদ মান্দা উপজেলার শ্রীরামপুর গ্রামের আজাদ খাননের ছেলে ও মৈনম মহানগর কলেজের মানবিক বিভাগের দ্বাদশ শ্রেণির ছাত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, জাহিদ ওই মেয়েটিকে প্রেমের প্রস্তাব দেয়। এতে মেয়েটি রাজি না হলে জাহিদ প্রায়ই মেয়েটিকে বিরক্ত করতে থাকে। কিন্তু মেয়েটি তাতেও সাড়া না দিলে রোববার সকালে স্কুলে যাওয়ার পথে জাহিদ জোর করে প্রকাশ্যে মেয়েটিকে চুম্বন করে। এ সময় স্থানীয় লোকজন তাকে আটক করে থানায় খবর দেয়। পরে পুলিশ তাকে থানায় নিয়ে আসে।

কলেজের অধ্যক্ষ দেওয়ান রুহুল আমিন বলেন, কলেজে আসা যাওয়ার পথে জাহিদ তার বান্ধবীকে বিরক্ত করত। শনিবার প্রকাশ্যে তার বান্ধবীকে চুম্বন করায় মেয়েটি কলেজে এসে অভিযোগ করে। অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে আটক করে থানা পুলিশে সোপর্দ করা হয়।

মান্দা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বলেন, জাহিদ হাসানকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। পরে শনিবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরুজ্জামান তিন মাসের কারাদণ্ড দিয়ে জাহিদকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আব্বাস আলী/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।