অপকর্ম ঢাকতে ফখরুল প্রলাপ বকছেন : হানিফ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুষ্টিয়া
প্রকাশিত: ১২:৪৩ পিএম, ২০ আগস্ট ২০১৭

‘জিয়ার শাসন যদি অবৈধ হয় তাহলে আওয়ামী লীগও অবৈধ’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্যের জবাবে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, মির্জা ফখরুল ইসলাম তাদের অপকর্ম ঢাকার জন্য প্রলাপ বকছেন।

রোববার দুপুরে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় যোগ দেয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মাহবুব-উল আলম হানিফ।

তিনি বলেন, ১৯৭৫ সালে জাতির পিতাকে হত্যার পর জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতা দখল করে রাষ্ট্রপতি হয়েছিলেন, দল গঠন করেছিলেন। যে ব্যক্তি অবৈধভাবে ক্ষমতা দখলদার হিসেবে চিহ্নিত হয়েছেন, সেই অবৈধ দলের মহাসচিব হয়ে নিজের অপকর্ম ও দায়ভার ঢাকার জন্য পাগলের প্রলাপ বকছেন মির্জা ফখরুল।

এ সময় কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. হারুন-উর-রশিদ আসকারী, প্রো-ভিসি ড. শাহিনুর রহমান, ট্রেজারার ড. সেলিম তোহাসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আল-মামুন সাগর/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।