লক্ষ্মীপুরে প্রবাসীর বাড়িতে ডাকাতি, আহত ৬

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ১০:১৩ এএম, ২১ আগস্ট ২০১৭
ছবি-প্রতীকী

লক্ষ্মীপুরে অস্ত্রের মুখে প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় পরিবারের সদস্যদের বেঁধে মারধর করে প্রায় ২০ লাখ টাকার মালামাল লুটে নিয়ে যায় বলে দাবি করেছে পরিবারটি।

এ হামলায় ছয়জন আহত হয়েছেন। গতকাল শনিবার রাত দেড়টার দিকে সদর উপজেলার চরশাহী ইউনিয়নের নুরুল্লাহপুর গ্রামের পুরাতন বাড়িতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় সোমবার সকালে লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চাকমা ও সহকারী পুলিশ সুপার (সার্কেল) খন্দকার গোলাম শাহনেওয়াজ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তারা ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকাবাসীসহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।

আহতরা হলেন সুমি আক্তার, আরজু বেগম, জেসমিন, মো. মাসুদ, রেজিয়া আক্তার ও হাসিনা বেগম। তাদের মধ্যে সুমি স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তিনি আমেরিকান প্রবাসী জিল্লুর রহিমের স্ত্রী। ওই পরিবারের ৫ ভাই আমেরিকান প্রবাসী ও তারা একসঙ্গে বসবাস করছেন।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানায়, ঘটনার সময় প্রবাসী মো. শামছুল হুদার একতলা ভবনের পাশে কাঠাল গাছ দিয়ে ডাকাতদল ছাদে উঠে কলাপসিবল গেইট ভেঙে বাসার ভেতরে ডুকে।

একপর্যায়ে অস্ত্রের মুখে বাসার কক্ষগুলোতে পরিবারের ৬ সদস্যকে বেঁধে রাখে। এ সময় চিৎকার করার চেষ্টা করলে তাদেরকে মারধর করা হয়। ডাকাতরা ২ লাখ হাজার টাকা ও ৩৭ ভরি স্বর্ণ ও মালামাল নিয়ে যায়। পরে ডাকাতরা চলে গেলে তাদের চিৎকারে আশপাশের লোকজন এসে হাত-চোখের বাঁধ খুলে দেয়।

ক্ষতিগ্রস্ত প্রবাসীর ছেলে মনির হোসের রুবেল বলেন, ডাকাতির ঘটনার পর থেকে আতঙ্কে রয়েছি। এর দেড় মাস আগেও আমাদের বাড়িতে ডাকাতির চেষ্টা চালানো হয়। লুণ্ঠিত মালামাল উদ্ধার ও জড়িতদের দ্রুত গ্রেফতারের জন্য প্রশাসনের কাছে দাবি জানাই।

জেলা সহকারী পুলিশ সুপার (সার্কেল) খন্দকার গোলাম শাহনেওয়াজ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারের চেষ্টা চলছে। তবে এ নিয়ে এখনো থানায় অভিযোগ করা হয়নি।

কাজল কায়েস/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।