নাটোরে বন্যা পরিস্থিতির অবনতি, ১২১ গ্রাম প্লাবিত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ১১:১২ এএম, ২২ আগস্ট ২০১৭

নাটোরের সিংড়া উপজেলায় সার্বিক বন্যা পরিস্থিতর আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় আত্রাই নদীর পানি বৃদ্ধি পেয়ে ৯৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রভাবিত হচ্ছে।

পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে প্রতিদিনই প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। এখন পর্যন্ত সিংড়া পৌরসভা এবং ১১টি ইউনিয়নের অন্তত ১২১টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে প্রায় লক্ষাধিক মানুষ।

দুর্গত মানুষদের আশ্রয়ের জন্য উপজেলা সদরে খোলা হয়েছে ১৬টি আশ্রয় কেন্দ্রে। প্রতিদিনই আশ্রয় কেন্দ্রেগুলোতে বাড়ছে মানুষের সংখ্যা। এখন পর্যন্ত অন্তত ৩ হাজার মানুষ আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছে।

এছাড়া বন্যার পানিতে তলিয়ে গেছে ১৬ হাজার ৩৪৫ হেক্টর জমির রোপা-আমন ধান। পাশাপাশি নদীর পানি বৃদ্ধি পাওয়ায় প্রতিদিন নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে।

এদিকে, বন্যার পানিতে প্লাবিত ঝুঁকিপূর্ণ সিংড়া পল্লীবিদ্যুৎ সমিতির উপ-কেন্দ্রটি পরিদর্শন করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

পানি বৃদ্ধির কারণে যেকোনো মুহূর্তে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হলে ভোগান্তিতে পড়বে অন্তত ৫০ হাজার মানুষ। উপ-কেন্দ্রটি রক্ষার জন্য এখন পর্যন্ত এক হাজার বালুর বস্তা এবং তিনটি শ্যালো মেশিন দিয়ে পানি কমিয়ে বিদ্যুৎ সরবরাহ ঠিক রাখার চেষ্টা করছে কর্তৃপক্ষ।

রেজাউল করিম রেজা/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।