ঝিনাইদহে জামায়াত নেতা গ্রেফতার


প্রকাশিত: ০৩:১৮ পিএম, ০৫ জুন ২০১৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মির্জাপুর থেকে জামায়াত নেতা মো. ইদ্রিস আলী ওরফে পান্নাকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুর ২টার দিকে তাকে গ্রেফতার করা হয়। আটক ইদ্রিস আলী রঘুনাথপুর গ্রামের কায়সার আলীর ছেলে। তিনি হরিণাকুন্ডু উপজেলার রঘুনাথপুর ইউনিয়ন জামায়াতের আমির।

ঝিনাইদহ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার দেবনাথ জানান, নাশকতার আশঙ্কায় ইদ্রিস আলীকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় নাশকতারসহ বিভিন্ন মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।

আরাফাতুজ্জামান/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।