ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক : পিছু ছাড়ছে না যানজট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেন হলেও দাউদকান্দি এলাকায় যেন দুর্ভোগ পিছু ছাড়ছে না। একে তো গোমতী ও মেঘনা সেতুর দুই লেনের কাজ তার ওপর চার লেন সড়কের ঢাকামুখী পণ্যবাহী যানবাহন দাউদকান্দির টোল প্লাজার সামনে ওজন নিয়ন্ত্রণ স্কেলে আটকে রেখে সময়ক্ষেপণ করে গাড়ি ছাড় দেয়ার নামে চলছে অতিরিক্ত বখরা আদায়। এতে প্রায়ই সৃষ্টি হচ্ছে যানজট।
বুধবার দিনভর দাউদকান্দি ও গজারিয়া এলাকায় যানজট থাকার পর বৃহস্পতিবারও একই অবস্থা। দুপুর ১২টার দিকে টোল প্লাজা থেকে মহাসড়কের ইলিয়েটগঞ্জ পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার সড়কজুড়ে ঢাকাগামী অংশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
গত বুধবার গভীর রাতে যানজট কমে আসলেও বৃহস্পতিবার ভোর থেকে এ যানজট বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্রমেই দীর্ঘ হচ্ছে। আটকা পড়েছে অনেক পণ্য ও যাত্রীবাহী যানবাহন। এতে যাত্রীরা দুর্ভোগে পড়েছে।
যানবাহন চালকদের অভিযোগ, ওজন নিয়ন্ত্রণের নামে দাউদকান্দি টোল প্লাজায় ওজন নিয়ন্ত্রণ স্কেলে চাঁদাবাজি নিয়ে দরকষাকষির কারণে ব্যাপক যানজটের সৃষ্টি হচ্ছে। টোল প্লাজায় ওজন নিয়ন্ত্রণের নামে চাঁদাবাজি বন্ধ না হলে আসন্ন ঈদুল আজহার ছুটির সময় যানজট বৃদ্ধি পেয়ে যাত্রীদের ভোগান্তি আরও বাড়বে বলে পরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছেন। যানবাহনের চালকরা ঈদের ছুটিতে ওজন নিয়ন্ত্রণ স্কেলের কার্যক্রম বন্ধের দাবি করেছেন।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ মুঠোফোনে জাগো নিউজকে জানান, পণ্যবাহী যানবাহনগুলো ওজন স্কেলে দেরি করতে গিয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছ। মহাসড়কের ঢাকামুখী অংশে এখন শহীদনগর পর্যন্ত যানজট। হাইওয়ে পুলিশ যানজট নিরসনে কাজ করছে বলেও তিনি জানান।
কামাল উদ্দিন/এফএ/আরআইপি