কুষ্টিয়ায় নসিমনচাপায় শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুষ্টিয়া
প্রকাশিত: ০৭:১৪ এএম, ২৬ আগস্ট ২০১৭
প্রতীকী ছবি

কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় আরিয়ান (৩) নামের এক শিশু নিহত হয়েছে। শনিবার সকালে দৌলতপুর-থানামোড় সড়কের তারাগুনিয়া মন্ডল পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু আরিয়ান উক্ত এলাকার ওমান প্রবাসী শরিফ উদ্দিনের ছেলে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খান জানান, গরুবোঝাই একটি নসিমন মিরপুর যাওয়ার পথে দৌলতপুর-থানামোড় সড়কের তারাগুনিয়া মন্ডলপাড়ায় শিশুটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় শিশুটি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার এবং ঘাতক নসিমনটি আটক করেছে।

আল-মামুন সাগর/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।