সড়ক দুর্ঘটনায় গাজীপুরে পোশাক শ্রমিকের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৭:২৮ এএম, ২৭ আগস্ট ২০১৭

গাজীপুর সিটি করপোরেশনের বাসন সড়ক এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় এক পেশোক শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম রবিউল ইসলাম (২৮)। তিনি রংপুরের পীরগঞ্জ থানার করিমলক্ষীপুর এলাকার আবুল ইসলামের ছেলে।

নাওজোড় হাইওয়ে পুলিশের এসআই বিনয় কুমার সরকার জানান, সকাল সাড়ে ৬টার দিকে মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাত গাড়ি চাপায় ঘটনাস্থলেই রবিউল ইসলামের মৃত্যু হয়। তিনি বাসন সড়ক এলাকায় ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন। আবেদনের প্রেক্ষিতে মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।

আমিনুল ইসলাম/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।