২৪ ঘণ্টায় ৫০ ঘরবাড়ি পদ্মায় বিলীন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০৯:৫৯ এএম, ২৮ আগস্ট ২০১৭

গত ২৪ ঘণ্টায় পদ্মা ও আড়িয়াল খা নদীতে পানি কমে নদী ভাঙনের ব্যাপকতা বেড়েছে। পদ্মা নদীতে ভয়াবহ ভাঙন অব্যাহত থাকায় জেলার শিবচর উপজেলার চরাঞ্চল চরজানাজাত ও কাঠালবাড়িতে অন্তত ৫০টি ঘরবাড়ি বিলীন হয়ে গেছে।

ভয়াবহ ভাঙন ঝুঁকিতে আক্রান্ত হয়েছে চরের একমাত্র মাধ্যমিক বিদ্যালয় ইলিয়াছ আহম্মেদ চৌধুরী উচ্চ বিদ্যালয়সহ আরও ৪টি প্রাথমিক স্কুল, ইউনিয়ন পরিষদ ভবন, কমিউনিটি ক্লিনিক, হাটসহ শত শত বাড়ি ঘর।

madaripur

এদিকে, আড়িয়াল খা নদের ভাঙনে গত ২৪ ঘণ্টায় জেলার শিবচরের সন্নাসীরচর, বন্দরখোলা, শিরুয়াইল, নিলখী, দক্ষিণ বহেরাতলাসহ ৫টি ও কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর, আলীপুর, বাঁশগাড়ি, সিডিখান, সাহেবরামপুরসহ ৫টি ইউনিয়নের শতাধিক ঘর-বাড়ি, বিভিন্ন স্থাপনা নদীগর্ভে বিলীন হয়েছে। নদী ভাঙনে আক্রান্ত এ সকল এলাকায় প্রশাসন, আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ত্রাণ কার্যক্রম চলছে।

madaripur

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান আহমেদ বলেন, পদ্মার পানি কমতে শুরু করেছে। তবে উপজেলার বিভিন্ন স্থানে ভাঙনের তীব্রতা বেড়েছে। নদী ভাঙনকবলিত এলাকার অসহায় মানুষের যাতে কোনো কষ্ট না হয় সেদিকে আমরা সজাগ আছি এবং ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

এ কে এম নাসিরুল হক/এএম/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।