নওগাঁয় পৃথক ঘটনায় ৪ জনের মরদেহ উদ্ধার
নওগাঁয় পৃথক ঘটনায় চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার জেলার বিভিন্ন উপজেলা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- সদর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের গাংজোয়ার গ্রামের আজিজুল হোসেনের স্ত্রী শেলি আকতার (৪০), রানীনগর উপজেলার পারইল ইউনিয়নের গোহার গ্রামের মকবুলের ছেলে শফিকুল ইসলাম বাবু (৩৫), নিয়ামতপুর উপজেলার উপজেলার ভাবিচা ইউনিয়নের ১০ম শ্রেণির শিক্ষার্থী আসমাউল হোসেনা মনি (১৫) এবং শালকোনা গ্রামের আলহাজ হায়দার আলীর ছেলে রবিউল ইসলাম (৪০)।
জানা যায়, সোমবার সকাল ১০টার দিকে শেলি আকতার বাড়ি থেকে ছেলে শাকিবের সঙ্গে মোটরসাইকেলে করে নওগাঁ শহরে বাজার করার জন্য যাচ্ছিলেন। পথিমধ্যে চন্ডিপুর ব্রিজের পাশের ভাঙা রাস্তায় হেচকি লেগে মোটরসাইকেলের পেছন থেকে রাস্তায় ছিটকে পড়লে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
নওগাঁ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এছাড়া রানীনগর উপজেলার বরবরিয়া গ্রামের ব্রিজের দক্ষিণ পাশে একটি ডোবার মধ্যে শফিকুল ইসলামের মরদেহ বিকেল সাড়ে ৪টার দিকে পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় সংবাদ দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহতের স্ত্রী শেফালি বেগম বলেন, শুক্রবার দুপুরে খাবার খেয়ে তার স্বামী বাড়ি থেকে বেরিয়ে যান। এরপর আর ফিরে আসেননি। বিভিন্ন স্থানে তার খোঁজ নেয়া হয়। ডোবায় মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে এলাকাবাসী আমাকে সংবাদ দেয়। তার স্বামীকে পূর্ব বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে কেউ হত্যা করে থাকতে পারে।
রানীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, পারইল ইউনিয়ন আওয়ামীলীগ নেতা শিক্ষক আমজাদ হোসেনের হত্যাকারী ছিলেন নিহত শফিকুল ইসলাম। সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনা যাবে।
অপরদিকে নিয়ামতপুর উপজেলার ভাবিচা ইউপির তোতা মিয়ার আমইল স্কুলের ১০ম শ্রেণির শিক্ষার্থী আসমাউল হোসেনা মনি মায়ের উপর অভিমান করে সোমবার বেলা ১১টার দিকে নিজ শোয়ার ঘরে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।
এছাড়াও শালকোনা গ্রামের একটি ধান খেতে রবিউল ইসলামের মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় সংবাদ দেয়।
নিয়ামতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, সকালে শিক্ষার্থী ও যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আব্বাস আলী/আরএআর/আইআই