লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবক দলের অনশন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ১১:১৫ এএম, ৩০ আগস্ট ২০১৭

লক্ষ্মীপুরে জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক আবুল হাসান সোহেল বহিষ্কারাদেশ প্রত্যাহার ও পৌর কমিটি পুনর্বহালের দাবিতে অনশন কর্মসূচি পালন করেছে দলীয় নেতাকর্মীরা।

বুধবার সকাল ১০টার দিকে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা এ অনশন করে। এতে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন সাবু।

এছাড়া বক্তব্য রাখেন যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হারুনুর রশিদ বেপারী, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক সাইদুর রহমান ছুট্টু, জেলা যুবদলের সভাপতি রেজাউল করিম লিটন, সদর উপজেলা (পশ্চিম) যুবদলের সভাপতি খালেদ মোহাম্মদ আলী কিরন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক মাহতাব উদ্দিন, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আবদুর রব শামীম, পৌর যুবদলের সাধারণ সম্পাদক সৌরভ হোসেন ভুলু ও জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক সুমন ভূঁইয়া প্রমুখ।

এ সময় বক্তারা জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম-আহ্বায়ক আবুল হাসান সোহেলের বহিষ্কারাদেশ প্রত্যাহার ও পৌর স্বেচ্ছাসেবক দলের কমিটি পুনর্বহালের দাবি জানান।

প্রসঙ্গত, গত ১৯ আগস্ট দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দলীয় কার্যালয়ে দুই পক্ষের হাতাহাতির ঘটনা ঘটে।

এতে স্বেচ্ছাসেবক দলের দুই নেতা আহত হয়। পরে জেলা কমিটির যুগ্ম-আহ্বায়ক আবুল হাসান সোহেলকে বহিষ্কার এবং পৌর কমিটি বিলুপ্তির ঘোষণা দেয় কেন্দ্রীয় কমিটি।

কাজল কায়েস/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।