শিমুলিয়া-কাঁঠালবাড়ী রুটে যাত্রীদের ঢল, সীমাহীন দুর্ভোগ
দরজায় কড়া নাড়ছে ঈদুল আজহা। তাই প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন করতে নাড়ির টানে ঘরে ফিরছে মানুষ। বৃহস্পতিবার সকাল থেকে শিমুলিয়া-কাঁঠালবাড়ী রুটে ঈদে ঘরমুখো দক্ষিণাঞ্চলের যাত্রীদের ঢল নেমেছে। তবে পদ্মায় পানি কমতে থাকায় স্রোত অব্যাহত রয়েছে। এতে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। ফলে শিমুলিয়ায় যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে।

এদিকে যাত্রীদের অতিরিক্ত ভিড়ের সুযোগে সকাল থেকে স্পিডবোটে যাত্রীপ্রতি ১২০ টাকার ভাড়া ২০০ টাকা আদায় করা হচ্ছে। মাদারীপুরের কাঁঠালবাড়ী ঘাটে এসে যাত্রীরা পড়ছেন বিপাকে। ভাঙ্গাসহ সব রুটের লোকাল বাস দূরপাল্লায় চলাচল করায় কয়েকগুণ ভাড়া গুণে স্থানীয় ও অভ্যন্তরীণ যাত্রীরা সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন। বিপুল পরিমাণ পুলিশ, নির্বাহী ম্যাজিস্ট্রেট, র্যাবসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য ঘাটে মোতায়েন থাকলেও ভাড়া নিয়ন্ত্রণে কোনো পদক্ষেপ চোখে পড়েনি।

উপজেলা নির্বাহী অফিসার ইমরান আহমেদ বলেন, ঈদ উপলক্ষে যাত্রীরা যাতে নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে সে ব্যাপারে কঠোর নজরদারি রয়েছে। ঘাট এলাকায় কোনো অনিয়মের খবর পাওয়া মাত্রই আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।
এ কে এম নাসিরুল হক/আরএআর/জেআইএম