৪র্থ শ্রেণির ছাত্রীর বিয়ের আয়োজন, অতঃপর...

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০১:১২ পিএম, ৩১ আগস্ট ২০১৭
প্রতীকী ছবি

মাদারীপুরের শিবচরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে (১২) বিয়ে দেয়ার চেষ্টাকালে বর জাকির হোসেন ও কাজী আবুল হোসেনসহ ১০ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে শিবচর পৌর এলাকায় এ ঘটনা ঘটে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দুপুরে শিবচর পৌর এলাকার গুয়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী শিবরায়ের কান্দি গ্রামের রং মিস্ত্রির মেয়েকে তার বাড়ির লোকজন বেড়ানোর কথা বলে পৌরসভার ১ ও ৩ নং ওয়ার্ড কাজী অফিসে নিয়ে যায়। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) শরিফুল ইসলাম ও পুলিশের এসআই সালাহউদ্দিন আহমেদের নেতৃত্বে পুলিশের একটি দল কাজী অফিসে অভিযান চালায়।

child

অভিযানকালে আটক বিয়ে পড়ানোর কাজী আবুল হোসেন, বর মুদি ব্যবসায়ী জাকির হোসেন, তার মেঝ ভাই জামাল হোসেন ও মেয়ের চাচা শুকুর কাজীকে এক মাস করে কারাদণ্ড, মেয়ের ভাই রহিম মিয়া ও ছেলের মামা আবু বকরকে ১৫ দিন করে কারাদণ্ড , চাচাতো ভাই টিটু খলিফাকে ১০ দিন, ছেলের চাচা দাদন মুন্সি, দুলাভাই গিয়াস খা, মেয়ের দুলাভাই আরিফ মাদবরকে এক সপ্তাহ করে কারাদণ্ড দেয়া হয়। দণ্ডপ্রাপ্ত বর জাকির হোসেন বহেরাতলা দক্ষিণ ইউনিয়নের সিংগাপুর গ্রামের কালাম ফকিরের ছেলে।

গুয়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম ফজলুল হক জানান, মেয়েটি চতুর্থ শ্রেণিতে পড়ে। দুপুরে তাকে বেড়াতে যাওয়ার কথা বলে তার অজান্তেই চাচা ও দুলাভাই বিয়ে দেয়ার চেষ্টা করে।

উপজেলা নির্বাহী অফিসার ইমরান আহমেদ বলেন, মেয়েটিকে অভিভাবকরা তার অজান্তেই বিয়ে দেয়ার জন্য শিবচর কাজী অফিসে নিয়ে আসে। ভ্রাম্যমাণ আদালত গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কাজী ও বরসহ ১০ জনকে আটক করে। কাজী ও বরকে এক মাস ও অন্যান্যদের বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়। এছাড়াও কাজী আবুল হোসেনের রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে।

একে এম নাসিরুল হক/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।