প্রবাসীর স্ত্রীকে ছুরিকাঘাত : ৪ লক্ষাধিক টাকা ছিনতাই


প্রকাশিত: ০২:২৫ পিএম, ০৮ জুন ২০১৫
প্রতীকী ছবি

ফেনীতে প্রবাসীর স্ত্রীকে ছুরিকাঘাত করে সাড়ে চার লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। সোমবার দুপুর আড়াইটার দিকে শহরের ট্রাংক রোডের জিরো পয়েন্টে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সাইথ ইস্ট ব্যাংক ফেনী শাখা থেকে সাড়ে চার লাখ টাকা উত্তোলন করে ছাগলনাইয়া উপজেলার প্রবাসী নজরুল ইসলামের স্ত্রী ইয়াছমিন আক্তার বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ট্রাংক রোডের জিরো পয়েন্টে পৌঁছলে আগে থেকে ওঁৎ পেতে থাকা কয়েকজন যুবক তার গতিরোধ করে উপর্যুপরি ছুরিকাঘাত করে। এ সময় তার হাত থেতে টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।

ফেনী মডেল থানা পুলিশের পরিদর্শক মাহবুব মোরশেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার ও ছিনতাই হওয়া টাকা উদ্ধারের চেষ্টা চলছে।

জহিরুল হক মিলু/এআরএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।