পাটুরিয়া ঘাটে দীর্ঘ যানজট
পবিত্র ঈদুল আজহায় যানবাহনের বাড়তি চাপের কারণে শুক্রবার সকাল থেকেই পাটুরিয়া ফেরি ঘাটে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের সংখ্যাও বাড়ছে। মাঝে মধ্যে যানবাহনেরর দীর্ঘ সারি ৫/৬ কিলোমিটার এলাকা পর্যন্ত বিস্তৃত হচ্ছে।
একেকটি যানবাহনকে ঘাটে ফেরির অপেক্ষায় আটকে থাকছে ৪ থেকে ৫ ঘণ্টা। এসব যানবাহনের যাত্রীদের চরম দুর্ভোগ পোহাচ্ছে। তবে ঘাটের ব্যবস্থাপনা নিয়ে যাত্রীদের তেমন অভিযোগ নেই।
বিআইডব্লিউটিসি’র সহকারী জেনারেল ম্যানেজার জিল্লুর রহমান জানান, ছোট বড় ১৮টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। যাত্রীবাহী বাসের তুলনায় আজও ছোট গাড়ির চাপ বেশি। ছোট গাড়ির জন্য ৫ নম্বর ঘাট ব্যবহার করা হচ্ছে।

মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন জানান, শুক্রবার সকাল থেকেই যানবাহনের চাপ বেড়েছে। বিশেষ করে পোশাক শ্রমিক বহনকারী বাস এবং ছোট গাড়ির চাপ সবচেয়ে বেশি। ঘাটের আইনশৃঙ্খলা ও যানবাহন সুশৃঙ্খল রাখতে ৫ শতাধিক পুলিশ মোতায়েন রয়েছে।
এদিকে বাড়তি চাপের কারনে ঢাকা-আরিচা মহাসড়কে যানবাহন চলাচল করছে ধীর গতিতে। বিভিন্ন পয়েন্টে সৃষ্টি হয়েছে হালকা যানজটের।
যাত্রীরা জানান, গাবতলী থেকে ঘাটে পৌঁছাতে তাদের ৭ থেকে ৮ ঘণ্টা সময় লেগেছে।
বি.এম খোরশেদ/আরএআর/এমএস