ভবন ক্ষতিগ্রস্ত : মাঠেই চলছে পাঠদান


প্রকাশিত: ০৫:০৩ এএম, ০৯ জুন ২০১৫

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় মন্ডলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনে ফাটল ধরায় সেটি পরিত্যক্ত ঘোষণা করেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি)। এদিকে বিদ্যালয়ে অন্য কোন ভবন না থাকায় খোলা আকাশের নিচেই চলছে পাঠদান কার্যক্রম। এতে করে কোমলমতি শিক্ষাথীদের দুর্ভোগে অভিভাবকরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন।
 
শিক্ষা অফিস ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর সূত্রে জানা যায়, ১২ মে ভূমিকম্পে কুড়িগ্রামের রৌমারী উপজেলার মন্ডলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন স্থানে ফাটল ও ছাদ থেকে বড় আকারের ইটের টুকরা খসে পড়ে। এরপর থেকেই শ্রেণি কক্ষে পাঠদান কার্যক্রম বন্ধ হয়ে যায়। এদিকে ১২ মে বিকাল ৩ টায় উপজেলা প্রকৌশলী নাজমুল হক ও উপজেলা শিক্ষা কর্মকর্তা ফরহাদ হোসেন ক্ষতিগ্রস্ত বিদ্যালয়টি পরিদর্শন করে ভবনটিকে পরিত্যক্ত ঘোষণা করেন। ফলে বিদ্যালয়ে আলাদা কোনো ভবন না থাকায় খোলা আকাশের নিচেই চলছে পাঠদান।

সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ের মাঠের এক কোণে খোলা আকাশের নিচে শিক্ষার্থীদের পাঠদান দিচ্ছেন ৪জন শিক্ষক। বসার আসন না থাকায় অনেক শিক্ষার্থী রয়েছে দাঁড়িয়ে।

এসময় ৪র্থ শ্রেণির শিক্ষার্থী খুশি, হিরা, অসীম, সজিবসহ কয়েক শিক্ষার্থী জানান, বিদ্যালয়ে কোন শ্রেণি কক্ষে ইট, পলেস্তরা খসে পড়ছে। দেয়ালে ফাটল দেখে রুমে থাকতে আমাদের ভয় লাগে। রুম না থাকায় আমাদের অনেক কষ্ট করতে হচ্ছে। সবচেয়ে বড় সমস্যা হয় যখন বৃষ্টি পড়ে। বৃষ্টি হলে আমাদের আর লেখাপড়া হয় না।
 
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাইদ লেবু জানান, বিদ্যালয়টিতে ২শ ৪০ শিক্ষার্থী ও ৫জন শিক্ষক রয়েছে। পাকা ভবনটির বিভিন্ন স্থানে ধস ও ফাটল ধরায় উর্ধ্বতন কর্তৃপক্ষ ভবনটিকে পরিত্যক্ত ঘোষণা  করে। ফলে আমরা নিয়মিত ক্লাস চালু রাখার জন্য বাধ্য হয়েই বাইরে ক্লাস নিচ্ছি।  

উপজেলা প্রকৌশলী নাজমুল হক বলেন, ভবনটির বিভিন্ন স্থানে ফাটল ও ধসে পরায় পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।

উপজেলা শিক্ষা কর্মকর্তা ফরহাদ হোসেন বলেন,বিদ্যালয়টি পরিদর্শন করেছি। বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হবে। বিষয়টি ইউএনও স্যারকে বলেছি।

রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল হান্নান এ বিষয়ে জানান, আমি তাদের কয়েকটা দিন কষ্ট করে চলতে বলেছি। বিষয়টি মন্ত্রণালয়কে জানিয়েছি। দ্রুত এ সমস্যার সমাধান হবে।

এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।