বাসচাপায় ৪ জন নিহতের ঘটনায় চালক আটক
লক্ষ্মীপুরের মান্দারী এলাকায় জোনাকী পরিবহন নামে দ্রুতগামী একটি বাসের চাপায় অটোরিকশার যাত্রী বাবা-ছেলেসহ ৪ জন নিহতের ঘটনায় চালককে আটক করেছে পুলিশ। শনিবার রাত ১০টার দিকে জেলার রায়পুর উপজেলার চর মোহনা গ্রাম থেকে বাসচালক আলাউদ্দিনকে আটক করা হয়। তিনি ওই গ্রামের ছায়েদুল হকের ছেলে।
রায়পুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) এরশাদ মিয়া জানান, মান্দারীতে শনিবার সকালে সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনায় আলাউদ্দিনকে আটক করা হয়েছে । এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে।
প্রসঙ্গত, আঞ্চলিক এ সড়কে জোনাকী পরিবহন নামে একটি বাস সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সাথে ধাক্কা লেগে দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় ঘটনাস্থলেই দুইজন এবং হাসপাতালে নেয়ার পথে আরেও দুইজনসহ মোট ৪ জন মারা যায়। এর মধ্যে অটোরিকশার চালক, যাত্রী বাবা-ছেলেও ছিল। গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।
কাজল কায়েস/আরএআর/পিআর