ডোমারে ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেফতার
নীলফামারীর ডোমারে সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বুলবুল হোসেন (১৫) নামের এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার গোমনাতি ইউনিয়নের আমবাড়ীস্থ নানাবড়ি থেকে তাকে গ্রেফতার করে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত বুলবুল হোসেন উপজেলার কেতকীবাড়ি ইউনিয়নের মাস্টারপাড়া গ্রামের রমজান আলী ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিকালে ওই শিশুকে চানাচুর কিনে দেওয়ার লোভ দেখিয়ে একই গ্রামের কিশোর বুলবুল হোসেন নিজ বাড়ির একটি পরিত্যক্ত ঘরে নিয়ে ধর্ষণ করে। এসয়য় শিশুটির আত্নচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে বুলবুল পালিয়ে যায়। পরে শিশুকে উদ্ধার করে প্রতিবেশীরা তার বাড়িতে নিয়ে আসে।
রাতে ওই শিশুর শাররিক অবস্থার অবনতি হলে তার বাবা-মা তাকে নীলফামারী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। সোমবার দুপুরে ওই শিশুর বাবা বাদী হয়ে একটি (মামলা নং-৬) মামলা দায়ের করেন।
নীলফামারী আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা শাহ মোয়াজ্জেম হোসেন জানান, ভর্তির পর শিশুটির মেডিকেল পরীক্ষা সম্পন্ন করা হয়। এতে ধর্ষণের আলামত পাওয়া গেছে।
ডোমার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম জানান, মামলা দায়েরের পর সোমবার রাতে বুলবুলকে গ্রেফতার করে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
জাহেদুল ইসলাম/এসএস/আরআই