মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা
পঞ্চগড়ে ২২৯ মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। ২০১৬ সালের জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১৫৯ এবং ২০১৭ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৭০ জন শিক্ষার্থীকে এই সংবর্ধনা প্রদান করেছে পঞ্চগড় সরকারি বালিকা উচ্চবিদ্যালয়।
বুধবার দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য নাজমুল হক প্রধান কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও রজনীগন্ধা ফুলের স্টিক তুলে দেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মুক্তিযোদ্ধা নাজমুল হক প্রধান শিক্ষার্থীদের মেধার মান উন্নয়নে শিক্ষার্থীদের মাঝে সংক্ষিপ্তভাবে স্বাধীনতার ইতিহাস তুলে ধরেন। এর আগে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

জেলা প্রশাসক অমল কৃষ্ণ মন্ডলের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা শিক্ষা কর্মকর্তা শংকর কুমার ঘোষ, বিপি সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আখতার হোসেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেখা রানী দেবী বক্তব্য দেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সিনিয়র সহকারী শিক্ষক মো. শহিদুল ইসলাম।
সফিকুল আলম/এএম/এমএস