রূপা হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি আইনজীবীদের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৬:৩০ এএম, ০৭ সেপ্টেম্বর ২০১৭

টাঙ্গাইলে চলন্ত বাসে তরুণী জাকিয়া সুলতানা রূপাকে গণধর্ষণের পর হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সিরাজগঞ্জের আইনজীবীরা। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে সিরাজগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে ঘণ্টাব্যাপী প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়। মানববন্ধনে সর্বস্তরের আইনজীবীরা অংশগ্রহণ করেন।

জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট রেজাউল করিম রাখালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কায়সার আহম্মেদ লিটনের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট বিমল কুমার দাস, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুর রহমান রানা, আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট রজব আলী সরকার, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুর রউফ পান্না, অ্যাডভোকেট শামীমা ইয়াসমিন রিমা, অ্যাডভোকেট রফিক সরকার, অ্যাডভোকেট সেলিম রেজা প্রমুখ।

প্রতিবাদ সমাবেশে সিরাজগঞ্জ কিংবা টাঙ্গাইলের কোনো আইনজীবীকে এ ঘটনায় জড়িত নরপশুদের পক্ষে আদালতে না দাঁড়ানোর আহ্বান জানান আইনজীবীরা।

ইউসুফ দেওয়ান রাজু/আরএআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।