বানিয়াচংয়ে দু`পক্ষের সংঘর্ষে ওসিসহ শতাধিক আহত
আধিপত্য বিস্তার কেন্দ্র করে হবিগঞ্জের বানিয়াচং উপজেলা সদরে দু`পক্ষের মধ্যে সংঘর্ষে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মলেন্দ্র চক্রবর্তীসহ উভয়পক্ষের শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। বুধবার বেলা ১২টা থেকে ২টা পর্যন্ত উপজেলা সদরের সৈদ্যাটুলা মহল্লায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, আধিপত্য বিস্তার কেন্দ্র করে সৈদ্যাটুলা মহল্লার তোপখানা এলাকার বর্তমান ইউপি চেয়ারম্যান হায়দারুজ্জামান খান ধন মিয়ার সঙ্গে একই মহল্লার সর্দার বাহার খানের দীর্ঘ দিনের বিরোধ চলে আসছিলো। আর এরই জের ধরে বুধবার উভয়পক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় দুই ঘন্টা চলা এ সংঘর্ষে উভয়পক্ষ লাঠিসোটা, টেটা ও ফিকলসহ বিভিন্ন দেশি নিয়ে একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ে।
খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মলেন্দু চক্রবর্তীর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দুই রাউন্ড কাঁদানো গ্যাস এবং শর্টগানের ১৩ রাউন্ড গুলি ছুঁড়ে।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মলেন্দু চক্রবর্তী জানান, আধিপত্য বিস্তারের জের ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ফের সংঘর্ষের আশঙ্কায় ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/এআরএ/আরআইপি