মিয়ানমার সরকার জঘন্যতম মানবতাবিরোধী কাজ করছে : শিল্পমন্ত্রী
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, মিয়ানমার সরকার পৃথিবীর ইতিহাসে সবচেয়ে জঘন্যতম মানবতাবিরোধী কাজ করছে। তারা নিরীহ রোহিঙ্গা জনগোষ্ঠীকে নির্বিচারে গুলি করে হত্যা করছে। শিশু ও নারীদের ওপর যেভাবে নির্যাতন করা হচ্ছে তা অকল্পনীয় এবং অমানবিক। যেমনিভাবে স্বাধীনতাযুদ্ধের সময় পাক হানাদার বাহিনী ও তাদের দোসররা আমাদের মা-বোনদের ওপর নির্যাতন চালিয়েছিল-সম্ভ্রম নষ্ট করেছিল।
শনিবার দুপুর ২টার দিকে ঝালকাঠি শিল্পকলা একাডেমি চত্বরে দুই দিনবাপী তথ্যমেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সরকার মিয়ানমারের বিরুদ্ধে বিশ্ব বিবেককে জাগ্রত করতে সক্ষম হয়েছে মন্তব্য করে শিল্পমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাকে মিয়ানমারের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন-তাতে অতি অল্প সময়ের মধ্যে বিশ্ব বিবেক জাগ্রত হয়েছে। তারা মিয়ানমারের ঘৃণ্য কর্মকাণ্ডের নিন্দা করছে।
তিনি বলেন, মিয়ানমার ইস্যুতে যারা মিছিল-মিটিং করতে চায় আসলে এটা মিছিল মিটিংয়ের ব্যাপার নয়। মূল ব্যাপার হলো সাহায্য-সহযোগিতার। মিয়ানমারে এ জঘন্য নির্যাতনকারীদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ারও আহ্বান জানান শিল্পমন্ত্রী।
সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি প্রফেসর মো. লাল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ আলম, জেলা প্রশাসক মো. হামিদুল হক, পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার। এতে স্বাগত বক্তব্য দেন অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক ও সনাক সহ-সভাপতি মো. হেমায়েত উদ্দিন হিমু।
আতিকুর রহমান/আরএআর/জেআইএম