মুন্সীগঞ্জে সড়ক ও জনপথের উচ্ছেদ অভিযান
মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসারের বিসিক এলাকায় সড়ক ও জনপথের ৩.২১ একর জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে শুরু হওয়া অভিযান ঘণ্টাব্যাপী পরিচালিত হয়। অভিযানে ২৫টি ব্যবসা প্রতিষ্ঠান ও ২২টি বসতঘর উচ্ছেদ করা হয়। সওজের উপসচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান ফারুকীর নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
এ সময় অভিযানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার জায়েদুল আলম, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মামুনুর রশিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া জাহান, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আসাদুজ্জামান, জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইউনুচ আলী, সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন, পৌরসভার মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব এবং শতাধিক পুলিশ ও র্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।
সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মামুনুর রশিদ জানান, প্রায় ১৪ বছর ধরে এই জায়গা দখল হয়েছিল। এসব স্থাপনা সরিয়ে নেয়ার জন্য নোটিশ দেয়াসহ সকল প্রক্রিয়া সম্পন্ন হয়। রোববার আইন-শৃঙ্খলা কমিটির সভায় এই উচ্ছেদ নিয়েও আলোচনা করা হয়। এই জমিতে সড়ক ও জনপথের নিজস্ব ভবন নির্মাণ করা হবে বলে জানান তিনি।
ভবতোষ চৌধুরী নুপুর/এএম/আইআই