লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত


প্রকাশিত: ১১:৩৪ এএম, ১১ জুন ২০১৫

লালমনিরহাটের আদিতমারী উপজেলার সাপ্টিবাড়িতে সড়ক দুর্ঘটনায় জহর আলী (৩২) নামে এক যু্বক নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকাল ৪ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত জহর আলী গাইবান্ধা জেলার বাসিন্দা।
 
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকাল ৪টার দিকে লালমনিরহাট থেকে পাটগ্রামগামী একটি যাত্রীবাহী বাস জহর আলীকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। এ সময় রাস্তার উভয় পাশে যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করে।

আদিতমারী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মিন্টু চন্দ্র জাগো নিউজকে বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন।

রবিউল হাসান/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।