নরেন্দ্র মোদির সফরে বাংলাদেশ বেশি লাভবান হয়েছে : বাণিজ্যমন্ত্রী
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরে বাংলাদেশ বেশি লাভবান হয়েছে। যারা এর বিরোধীতা করে বক্তব্য দিচ্ছেন তারা ভুল তথ্য দিচ্ছেন। শুক্রবার ভোলা শিল্পকলা একাডেমীতে ১০জন গুণী শিল্পীকে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী এ কথা বলেন।
তিনি আরো বলেন, বাংলাদেশ সম্পূর্ণভাবে জঙ্গি তৎপরতা বন্ধ করতে পেরেছে। তাই আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশ একটি মডেল হিসেবে চিহ্নিত হয়েছে। তিনি বলেন, জঙ্গি তৎপরতা আর সন্ত্রাসী করে রাজনীতি করা যায় না, তাই খালেদা জিয়া ঘরে ফিরে গেছেন।
এসময় জেলা প্রশাসক মো. সেলিম রেজার সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ নাট্যশিল্পী এম ফারুকুর রহমান।
অমিতাভ অপু/এসএস/এমএস